আমি ৪থেকে ৫ জায়গায় s.e.o. ট্রেনিং করেছি কিন্তু কিছুই বুঝিনি, হতে পারে আমার মেধার অভাব কিন্তু কয়জন যে আসলেই বুঝে আমার সন্দেহ আছে।
আমার সাইট রেডি করার পর হন্যে হয়ে খুজছি s.e.o জানা কাউকেই পাইনি। আমার সাইটটি আমি গুগোল সাইটে করেছিলাম। এখন ওয়েব মাস্টার টুলস দ্বারা সাইট ভেরিফিকেশন করানো দরকার এবং গুগোল ইনডেস্কে সাইট এ্যাড করা। অবশেষে জানলাম আমার ডোমেন প্রভাইডার কম্পানি S.E.O করে। আমি তাদের অগ্রিম টাকা দিলাম আমার সাইট ভেরিফাই করানোর জন্য। কয়েকদিন পর তারা জানালো তারা ব্যর্থ, কিন্তু টাকাটা ফেরত দেয়নি। মহাবিরক্ত হলাম।
ইন্টারনেটে বিভিন্ন বই ও ব্লগ পড়ি অবশেষে আমি নিজেই করে ফেললাম আমার সাইটের S.E.O
এখন আমার সাইট গুগোল ভেরিফাইড এবং গুগোলসহ অন্যান্য সার্চ ইনজিনে প্রথমেই আমার সাইট পায়। নিজেই দেখুন; Bagerhat Info.
যাইহোক, এবার তাহলে শুরু করা যাক;
আমার সাইট রেডি করার পর হন্যে হয়ে খুজছি s.e.o জানা কাউকেই পাইনি। আমার সাইটটি আমি গুগোল সাইটে করেছিলাম। এখন ওয়েব মাস্টার টুলস দ্বারা সাইট ভেরিফিকেশন করানো দরকার এবং গুগোল ইনডেস্কে সাইট এ্যাড করা। অবশেষে জানলাম আমার ডোমেন প্রভাইডার কম্পানি S.E.O করে। আমি তাদের অগ্রিম টাকা দিলাম আমার সাইট ভেরিফাই করানোর জন্য। কয়েকদিন পর তারা জানালো তারা ব্যর্থ, কিন্তু টাকাটা ফেরত দেয়নি। মহাবিরক্ত হলাম।
ইন্টারনেটে বিভিন্ন বই ও ব্লগ পড়ি অবশেষে আমি নিজেই করে ফেললাম আমার সাইটের S.E.O
এখন আমার সাইট গুগোল ভেরিফাইড এবং গুগোলসহ অন্যান্য সার্চ ইনজিনে প্রথমেই আমার সাইট পায়। নিজেই দেখুন; Bagerhat Info.
যাইহোক, এবার তাহলে শুরু করা যাক;
"নিজেই করুন নিজের সাইটের S.E.O"
S.E.O করার আগে জানা দরকার কেন s.e.o করব?
সার্চ ইনজিনে (যেমন; গুগোল, ইয়াহু,বিং ইত্যাদি) কোনকিছু লিখে সার্চ করলে হাজার হাজার ওয়েব সাইট পাওয়া যায়, কিন্তু ভিজিটররা সাধারনত প্রথম পেজের সাইটগুলোই ভিজিট করে। কোন সাইট রেডি করার পর s.e.o. না করলে সেই সাইট সার্চ ইনজিনে খুজে পায় না। তাই S.E.O. এর লক্ষ হচ্ছে আপনার সাইট সার্চইনজিনের প্রথম পেজে আনা। এককথায় সাইটকে সার্চইনজিন ফ্রেন্ডলি করা।
মনে রাখবেন, S.E.O. একটি চলমান প্রক্রিয়া। তাই সাইট বানানোর আগেই S.E.O'র কথা মাথায় রাখতে হবে। কারন সাইটের খুটিনাটি ববিষয়ের উপর ভিত্তি করেই সার্চইনজিন যেকোন সাইটকে আগে-পরে প্রদর্শন করে।
প্রথমে চিন্তা করুন আপনার সাইটটি কি সম্পর্কীত হবে? সেই অনুযায়ী ডোমেন নেম কিনুন। এবার চিন্তা করুন, আপনার সাইটে যেসব কন্টেন্ট আছে তা খুজতে মানুষ কি কি কীওয়ার্ড ব্যাবহার করতে পারে, কীওয়ার্ড সার্চ করার জন্য বিভিন্ন ওয়েব সাইট আছে প্রয়োজনে সেসব সাইটের সাহায্য নিতে পারেন। সবচেয়ে ভাল ৫থেকে ১০ টি কীওয়ার্ড পছন্দ বরুন। সাইটের টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে এসব কীওয়ার্ড ব্যবহার করুন। এবার সাইট তৈরি করুন।
এবার গুগোল ওয়েব মাষ্টার টুলস এ গিয়ে "Add site" এ ক্লিক করে আপনার সাইটের Url দিন।
সার্চ ইনজিনে (যেমন; গুগোল, ইয়াহু,বিং ইত্যাদি) কোনকিছু লিখে সার্চ করলে হাজার হাজার ওয়েব সাইট পাওয়া যায়, কিন্তু ভিজিটররা সাধারনত প্রথম পেজের সাইটগুলোই ভিজিট করে। কোন সাইট রেডি করার পর s.e.o. না করলে সেই সাইট সার্চ ইনজিনে খুজে পায় না। তাই S.E.O. এর লক্ষ হচ্ছে আপনার সাইট সার্চইনজিনের প্রথম পেজে আনা। এককথায় সাইটকে সার্চইনজিন ফ্রেন্ডলি করা।
মনে রাখবেন, S.E.O. একটি চলমান প্রক্রিয়া। তাই সাইট বানানোর আগেই S.E.O'র কথা মাথায় রাখতে হবে। কারন সাইটের খুটিনাটি ববিষয়ের উপর ভিত্তি করেই সার্চইনজিন যেকোন সাইটকে আগে-পরে প্রদর্শন করে।
প্রথমে চিন্তা করুন আপনার সাইটটি কি সম্পর্কীত হবে? সেই অনুযায়ী ডোমেন নেম কিনুন। এবার চিন্তা করুন, আপনার সাইটে যেসব কন্টেন্ট আছে তা খুজতে মানুষ কি কি কীওয়ার্ড ব্যাবহার করতে পারে, কীওয়ার্ড সার্চ করার জন্য বিভিন্ন ওয়েব সাইট আছে প্রয়োজনে সেসব সাইটের সাহায্য নিতে পারেন। সবচেয়ে ভাল ৫থেকে ১০ টি কীওয়ার্ড পছন্দ বরুন। সাইটের টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে এসব কীওয়ার্ড ব্যবহার করুন। এবার সাইট তৈরি করুন।
এবার গুগোল ওয়েব মাষ্টার টুলস এ গিয়ে "Add site" এ ক্লিক করে আপনার সাইটের Url দিন।
No comments:
Post a Comment