অনলাইনে ইনকাম বলতে সবাই সধারনত ভাবে, বিনা পরিশ্রমে ইনকাম। কিন্তু আমি বলতে চাই, বিনা পরিশ্রমে আয়ের সর্টকার্ট আমার জানা নাই, তাই যারা একদমই খরচ করত অনিচ্ছুক এবং বিনাপরিশ্রমে যারা ইনকাম করতে চান তারা আমার ব্লগ না পড়াই ভাল, কারন তেমন কোন পথ আমার জানা নেই। আমি বলব একদম পেশাদার মনমানসিকতা না থাকলে ইনকামের চেষ্টা শুধু বৃথাই চেষ্টা হবে। ইনটারনেটে ইনকামকে ছেলে খেলা মনেকরে আধাআধি চেষ্টা করলে কোনদিনই সফল হওয়া সম্ভব নয়।
কাজ করার জন্য কিছু টুলস অবশ্যই আপনার লাগবে।
যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অনলাইনে কাজ করার কথা চিন্তাও করা উচিত না :
কাজ করার জন্য কিছু টুলস অবশ্যই আপনার লাগবে।
যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অনলাইনে কাজ করার কথা চিন্তাও করা উচিত না :
- মোটামুটি ভাল কনফিগারের একটি কম্পিউটার
- নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন
- ইংরেজীতে কমিউনিকেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে এবং ইংরেজীর উপর ভাল নলেজ থাকতে হবে
- প্রয়োজনে বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে এবং এজন্য কিছু টাকার ব্যাবস্থা থাকতে হবে
- কাজ করার জন্য নিরিবিলি আলাদা রুম
- এবং সফলতার প্রতি পূর্ন সচেতনতা
সব জায়গায় সবাই বলে অনলাইলে ইনকাম করতে কোন দক্ষতা লাগে না, কিন্তু আমি বলব আপানার অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে, যতদিন দক্ষ না হন ততদিন চেষ্টা চািলয়ে যান।মনেরাখবেন, "The more you' ll learn the more you could earn"
ইন্টারনেটে ইনকামের হাজারো উপায় আছে, আবার স্কাম সাইটেরও অভাব নাই, তাই আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে ইনকাম করতে চান।
ফ্রিল্যান্স করে ইন্টারনেট থেকে ইনকাম করা যায়। কিন্তু পুরো ব্যাপারটা ভালই জটিল প্রক্রিয়া তাই আমি অন্যের কাজ করা থেকে নিজের ব্যাবসা প্রতিষ্ঠা করার পরামর্শ দেব। কারন বাংলাদেশে এখনো অনলাইনে ইনকামের ব্যাবস্থাপনায় অনেক সমস্যা আছে। যেমন, পেমেন্ট তোলার কথাই চিন্তা করুন। পেপেল,ভিসা কার্ড করা যায় না। ইত্যাদি।
শুরু করাটাই জরুরী। আমি এখানে একটি মাত্র উপায় অর্থাৎ, কিভাবে একটি ওয়েব সাইট করে তার থেকে ইনকাম করা যায় তা আলোচনা করব;
ফ্রিল্যান্স করে ইন্টারনেট থেকে ইনকাম করা যায়। কিন্তু পুরো ব্যাপারটা ভালই জটিল প্রক্রিয়া তাই আমি অন্যের কাজ করা থেকে নিজের ব্যাবসা প্রতিষ্ঠা করার পরামর্শ দেব। কারন বাংলাদেশে এখনো অনলাইনে ইনকামের ব্যাবস্থাপনায় অনেক সমস্যা আছে। যেমন, পেমেন্ট তোলার কথাই চিন্তা করুন। পেপেল,ভিসা কার্ড করা যায় না। ইত্যাদি।
শুরু করাটাই জরুরী। আমি এখানে একটি মাত্র উপায় অর্থাৎ, কিভাবে একটি ওয়েব সাইট করে তার থেকে ইনকাম করা যায় তা আলোচনা করব;
ওয়েব সাইট: আমরা যারা S.E.O ( Search Engine Optimaization) ট্রেনিং করেছি বা ইন্টারনেট থেকে এ সম্পর্কীত বই খুজে পরেছি, সেখানে সহজ বিসয়গুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য কঠিন ভাবে উপস্থাপন করার ফলে
সফলতার হার খুব কম। এখানে আমি শুধু সহজেই বর্ননা করবনা বরং আমি কিভাবে সাইট বানিয়ে ইনকাম করছি, তার পূর্ন বিবরন দেব।
No comments:
Post a Comment