★ট্রাফিক মুনসুন কি?
ট্রাফিক মুনসুন একটি P.T.C সাইট। অর্থাৎ, লিংক ক্লিক করে এখান থেকে ইনকাম করা যায়। সহজে বললে বলতে হয় ; আপনাকে প্রিতিদিন কিছু ওয়েব লিংক দেওয়া হবে, আপনি সেই সকল লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।
★P.T.C সাইট থেকে কি আসলেই ইনকাম সম্ভব? এতে ঐ কম্পানির লাভ কি?
আমি নিজেও বহু P.T.C সাইটে কাজ করেছি কিন্তু পেমেন্ট পাইনি। একসময় বিশ্বাস করতে আরম্ভ করলাম এসব ভুয়া। বিরক্ত হয়ে কাজ বন্ধ করে দেই। কিন্তু আমার একটি ওয়েব সাইট আছে তাই আমার ওয়েব সাইটে ভিজিটর বাড়াতে আমি ট্রাফিক মুনসুনে ঢুকি, ইনকামের উদ্দেশ্যে নয়। কিন্তু এদের ম্যানুয়েল পড়ে ইন্টারেস্টেড হলাম। চিন্তা করলাম ওয়েব সাইটে ভিজিটরের পাশাপাশি যদি কিছু টাকাও আসে তাহলে তো দারুন হয়। আরো যেহেতু কোন ইনভেস্টমেন্ট নাই তাই রিস্ক ফ্রী। যাহোক এভাবে কাজ আরম্ভ করলাম। এবং আশ্চর্যের ব্যাপার হল এই প্রথম আমি পেমেন্ট তুলতে সফল হলাম। এবং এখন নিয়মিত তুলি। পেমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবেনা যদি আপনি আমার রেফারেলে কাজ করেন তবে আপনার পেমেন্টের গ্যারান্টি আমি দিচ্ছি। কম্পানি না দিলে আমি আপনার পেমেন্ট দেব। এই ব্লগে আমার ঠকানা, মোবাইল নাম্বার সবই পাবেন।আমি আপনাকে ইনকাম কিভাবে করতে হয় তা দেখাব, শুধু নিয়মমাফিক কাজগুলো করে যান।
আর হ্যা, এতে কম্পানির কি লাভ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। শুধু মাত্র কিছু ওয়েব সাইট ভিজিট করব আর তাতেই কম্পানি টাকা দিবে কেন?
যাদের ওয়েব সাইট সম্পর্কে ধারনা আছে তারা জানেন, গুগল সহ সকল সার্চ ইনজিনে পেজ Ranking বলে একটা ব্যাপার আছে।সাইটে যত ভিজিটর হবে পেজের Rank ও তত বাড়বে। তাই যারা তাদের পেজের Rank বাড়াতে চায়, তারা এই কম্পানির কাছ থেকে ভিজিটর কেনে। আর আপনি আমি লিংক ক্লিক করে সেই ভিজিটরের কাজটিই করি। এথেকে আমাদের পেমেন্ট দিতে কম্পানির আপত্তি থাকবে বেন? মূলত ওটাতো আমাদেরই ইনকাম মাঝখান থেকে কম্পানি ফ্রী কিছু ইনকাম করে নিচ্ছে!
আর হ্যা, এতে কম্পানির কি লাভ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। শুধু মাত্র কিছু ওয়েব সাইট ভিজিট করব আর তাতেই কম্পানি টাকা দিবে কেন?
যাদের ওয়েব সাইট সম্পর্কে ধারনা আছে তারা জানেন, গুগল সহ সকল সার্চ ইনজিনে পেজ Ranking বলে একটা ব্যাপার আছে।সাইটে যত ভিজিটর হবে পেজের Rank ও তত বাড়বে। তাই যারা তাদের পেজের Rank বাড়াতে চায়, তারা এই কম্পানির কাছ থেকে ভিজিটর কেনে। আর আপনি আমি লিংক ক্লিক করে সেই ভিজিটরের কাজটিই করি। এথেকে আমাদের পেমেন্ট দিতে কম্পানির আপত্তি থাকবে বেন? মূলত ওটাতো আমাদেরই ইনকাম মাঝখান থেকে কম্পানি ফ্রী কিছু ইনকাম করে নিচ্ছে!
কাজ করার জন্য কি কি প্রয়োজন?
কাজ করার জন্য প্রয়োজন একটি "Firefox" Browser (তা আপনার অ্যানড্রোয়েট মোবাইলই হোক আর আপনার পি.সি ই হোক) এবং নেট কানেকশন।
প্রতিদিন কতক্ষন কাজ করতে হবে?
প্রতিদিন আপনার সাধারনত ৩০ টি ক্যাশ লিংক আসবে। এক একটি লিংক ভিজিট করতে সময় লাগবে ৩০ সেকেন্ড। অর্থাৎ, ৩০ টি লিংক ভিজিট করতে লাগবে ১৫ মিনিট। আর রেফারেলের ইনকাম পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করতে হবে আরও ১০টি লিংক। এগুলো অবশ্য ২০ সেকেন্ড করে। অর্থাৎ, প্রতিদিন সর্বোচ্চ ৩০ মিনিট কাজ করতে হবে। এতবিশাল সুযোগের জন্য প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যয় করাটা অবশ্যই আন্দের ব্যাপার।
★কাজ আরম্ভ করব কিভাবে?
কাজ শুরু করার জন্য প্রথমেই ট্রাফিক মুনসুনে একটি ফ্রী অ্যাকাউন্ট করতে হবে।
অ্যাকাউন্ট করার জন্য Click করুন।
বিঃদ্রঃ আগে সম্পূর্ণ পোষ্টটি ভালভাবে পড়ে তারপর সাইন আপ করে কাজ শুরু করুন।
বিঃদ্রঃ আগে সম্পূর্ণ পোষ্টটি ভালভাবে পড়ে তারপর সাইন আপ করে কাজ শুরু করুন।
★অ্যাকাউন্ট সম্পর্কীত কিছু গুরুত্বপূর্ণ কথা;
একই কম্পিউটার অথবা মোবাইল থেকে একাধিক অ্যাকাউন্ট করার কথা ভুলেও চিন্তা করবেন না। কারন এতে আপনার সব একাউন্টই ব্লক হয়ে যাবে। এমনও হতে পারে আপনার সেই মোবাইল বা কম্পিউটার দিয়ে তখন আর ট্রাফিক মুনসুনে কাজ করতে পরবেন না, যতক্ষন না নতুন করে উইন্ডোজ সেটাপ দিবেন।
আর একটি কথা, আপনি যেথেতু আমার কাছ থেকেই প্রথম ট্রাফিক মুনসুন সম্পর্কে জানতে পারেন তাই আপনার রেফারেল ইনকামটা পাওয়ার অধিকার আমারই। তাছাড়া আমি আগেই বলেছি; আমার সাথে কাজ করলে আপনার পেমেন্টের গ্যারান্টি আমি। তাই আমার রেফারেন্সে কাজ করার জন্য অ্যাকাউন্ট করার সময় রেসপন্সারের জায়গায় আবশ্যই আমার ইউজার নেম Alfastation দিতে ভুলবেন না।
★প্রফাইল এডিট করতে ভুলবেন না;
সবাই সাধারনত যে কাজটি করে তাহল, প্রফাইল এডিট না করে কাজ শুরু করে। কিন্তু ইমেল ভেরিফিকেশনের পর আপনার প্রথম কাজ হচ্ছে একাউন্ট এডিট করা। আপনার পুর্নাঙ্গ অ্যাডড্রেস দিন। আর প্রফাইল পিকচারে অবশ্যই আপনার সাম্প্রতিক তোলা একটি পিকচার আপলোড করুন।
তারপর আপনার ট্রানজেকশন পিন দিয়ে আপডেট করুন। আপনাদের সুবিধার জন্য নিচে একটি স্ক্রীন সট দিলাম, খেয়াল করুন;
★কিভাবে কাজ করবেন?
অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর সাধারনত ২৪ ঘন্টার ভিতর আপনার ক্যাশ লিংক আসবে। না আসা পর্যন্ত অপেক্ষা করুন। কাশ লিংক আসলে ড্যাশ বোর্ডে দেখতে পাবেন। এরম;
স্ক্রীনে দেখানো লিংকে ক্লিক করলে আপনার জন্য দেয়া ক্যাশ লিংকগুলো দেখতে পাবেন। এরকম;
এবার একটি একটি করে সবগুলো লিংক ভিজিট করুন। "claim" লেখার উপর ক্লিক করলে টাইম কাউন্ট শুরু হবে। কাউন্ট ডাউন শেষ হলে সিকিউরিটি চেক আসবে। সেখানে ইমেজে দেয়া সংখ্যা বা লেটার ফাকা ঘরে লিখে "credit click" এ ক্লিক করতে হবে।এরকম;
এবার "Back to account " এ ক্লিক করে আবার পরের ক্যাশ লিংক ক্লিক করতে হবে। নিচে দেখুন;


No comments:
Post a Comment