Join to our group to earn together



Join to our group to earn together 

* indicates required

Wednesday, 13 January 2016

প্রতিদিন মাত্র ২ মিনিট কাজ করে ইনকাম করুন ৬ ডলার (প্রতিদিন)

সাফল্যের চাবিকাঠি হচ্ছে, ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যাওয়া ( Success is guaranteed)


এতদিনে নিশ্চয়ই "Trafficmonsoon" থেকে অল্প হলেও টাকা হাতে পেয়েছেন। এখন ট্রফিকমুনসুনে আপনার রেফারেল বৃদ্ধির দিকে মনযোগ দিন, পাশা পাশি এবার আমরা আর একটি দারুন সাইটে কাজ আরম্ভ করব। তবে আগেই সাবধান করে দিচ্ছি আপনার ট্রাফিক মুনসুন রেফারেলদের সাথে সাইটটি নিয়ে আগেই আলোচনা করবেন না। আগে তারা ট্রাফিক মুনসুন থেকে টাকা হাতে পাবে তারপর তাদের এই সাইটে ইনভাইট করবেন। তা না হলে হিতে বিপরীত হতে পারে।


Mount Rinjani Trek
যাহোক, এবার Sing up করতে এখানে ক্লিক করুন।



কিভাবে আমি adfiver থেকে আয় করতে পারি?



Sign up এর সমস্ত প্রক্রিয়া
শেষ হবার পর View Add section এ ক্লিক করুন।এখন আপনাকে আবার ঐ লাল বলে/লাল ডটে
ক্লিক করতে হবে।ক্লিক করলে অ্যাড টি অন্য
Tab এ open হবে।আপনাকে কিছু সময় ওয়েট
করতে হবে পুরো অ্যাড validated হতে।
৫-১০ সেকেন্ড সময় লাগে পুরো অ্যাড
validated হতে।এখন এই Tab close করে আবার
এই সাইট এ ফেরত আসেন।আবার আরেক টি
অ্যাড দেখেন।মনে রাখবেন এই সাইট এ দুই
ধরনের Fixed Add আছে। একটির কালার নিল আর
একটি র কালার লাল।লাল অ্যাড সব সময় ৪ টা করে
থাকে। কখনই ৪ টার বেশি থাকে না। এই ৪ টা অ্যাড
ই হল সবচাইতে important. এই অ্যাড গুল আগে
ক্লিক করে নিবেন অথবা এই অ্যাড গুল একটাও বাদ
দিবেন না।এই অ্যাড না দেখলে আপনার ইনকাম
হবে না।

adfiver এ কাজ করে টাকা আয় করতে
হলে আপনাকে অবশ্যই একটি গাইড লাইন মেনে
কাজ করতে হবে। নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ
করতে হবে। ধাপ ১: শুরু করা। কিভাবে
আপনি adfiver থেকে টাকা আয় করবেন?
adfiver থেকে আয়ের তিনটি পদ্ধতি আছে: ১.
আপনার ব্যক্তিগত কাজ viewing ads, doing mini-jobs, etc) থেকে আয় ২. RRS(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন।৩. DRS(Direct Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন।

আপনি কি পরিমান টাকা আয়করতে পারবেন?

নিয়ম মেনে কাজ করলে এবংলক্ষ নিয়ে কাজ করলে আপনি প্রতিদিন ৩০ মিনিট
করে সময় বায় করে প্রতি মাসে কমপক্ষে
৩০০-৪০০ ডলার আয় করতে পারবেন। অবশ্যই এটি
রাতারাতি হবে না। এর জন্য অনেক ধর্য্যের
প্রয়োজন।

 ধাপ ২: প্রথম দুই সপ্তাহ (একটি টার্গেট পুরন করতে হবে) 

আমার মতে, প্রথমদুই সপ্তাহ হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সঠিক
নিয়ম জানার অভাবে এই সময়ের মধ্যে
অনেকেই কাজ ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি
কাজ চালিয়ে জান তবে আমি আপনাকে ১০০%
নিশ্চয়তা দিতে পারি আপনি সফল হবেন-ই। প্রথম ১৫
দিনে, আপনি RRS কিনতে পারবেন না, তাই আপনার
লক্ষ থাকবেঃ প্রতিদিন একই সময় Ads গুলো
Click করা। এবং আপনার প্রথম $ 0.60 আয় করা।
যাতে আপনি এই টাকা দিয়ে RRS কিনতে পারেন।
আপনি প্রথম ২ সপ্তাহেই অনেক টাকা আয়
করতে পারবেন না। 15 days * approx. $0.04 /
day = $0.60. $0.60 আয় করাই আমাদের প্রথম
লক্ষ ১ম লক্ষ – $ 0.60 উপার্জন করুন। আপনি
usegird করে এক বা দুই দিনের মধ্যে ১ম
লক্ষে পৌঁছতে পারবেন। কিন্তু RRs কিনতে
আপনাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে এবং
কমপক্ষে ১০০টি Ads View করতে হবে। আপনি
মনে করলে এখান থেকে প্রতিদিন ৫ ডলার
ইনকাম করতে পারবেন। আপনি চাইলে অল্প
পরিমান ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনাকে
usegird এর আসল মজা নিতে ১৫ দিন অপেক্ষা
করতেই হবে।

 ধাপ ৩: প্রথম RRS(Rented Referrals) কেনা (৩টি টার্গেট পুরন করতে হবে)

অভিনন্দন, 
আপনি এখন Level 01 থেকে Level 02 এ
উত্তীর্ণ হয়েছেন! হ্যাঁ অবশ্যই এটি বেশ
ধর্য্যের ব্যাপার। অনেক মানুষ এই ১৫ দিনের
আগেই নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আসল মজা
এখন শুরু। চিন্তা করবেন না আপনি খুব ভাল ভাবেই
আগাচ্ছেন। একটু থামুন। শর্তাবলী: “ফ্রী
মেম্বার হিসেবে আপনাকে সব থেকে নিচের
হলুদ রঙের ৪টি অ্যাড অবশ্যই প্রতিদিন ক্লিক
করতে হবে অন্যথায় আপনার RRs থেকে
কমিশন পাবেন না।
যদি আপনার RRs গুলো নিয়মিত কাজ করে তাহলে
আপনি পাবেন। 3 RR * 4 RR-clicks at $0.002
each = $0.06 / day Clicking ads assigned to
you, still approx $0.04 / day For a total of
$0.10 / day. আরো এক সপ্তাহের মধ্যে
আপনি আরো ৩টি রেফারেল কিনতে পারবেন,
এবং তখন আপনার প্রতিদিন আয় দাঁড়াবে $ 0.16
পরের সপ্তাহে আপনি আরো ৫টি রেফারেল
কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.26 প্রতিদিন
(এখন আপনার ১১ RRS রয়েছে) এক সপ্তাহ
পরে আপনি আরো ১০টি রেফারেল কিনতে
পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.46 প্রতিদিন (এখন
আপনার ২১ RRS রয়েছে) এবং ৪র্থ সপ্তাহ
শেষে আপনার আরও ১৯ জন RRs কেনার মত
Balance আপনার অ্যাকাউন্ট এ থাকবে। এখন
আপনার মোট RRs থাকবে ৪০টি এবং প্রতিদিন আয়
হবে $ 0.84 এভাবে চলতে থাকবে … আপনি
প্রতিদিন আপনাকে দেওয়া অ্যাড গুলো ভিউ
করেন যাতে পরের দিন আপনি আপনার ক্রয় করা
রেফারেল থেকে টাকা আয় করতে পারেন।
টার্গেট # ৪ – ৩০০জন RRs না হওয়া পর্যন্ত
এভাবে চালিয়ে যান। হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ
কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একটি
নতুন ব্যবসা শুরু করেছেন তবে শূন্য মূলধন
দিয়ে। আবার আপনি যতো রেফারেল কিনছেন
আপনার উপার্জন ততো তারাতারি বাড়ছে। আপনি
চাইলেই যেকোনো সময় আপনার টাকা
Withdraw করতে পারেন তবে আমার মতে
লক্ষ পুরন না হওয়া পর্যন্ত টাকা না উত্তলন করাই
ভাল। লক্ষ করুন, এখন আপনার আয় 300 RRs * 4
RR-clicks at $0.005 per click = $6/day
টার্গেট-৫ — $90 আয় করা। ৩০০টি RRs হওয়ার পর
আপনি রেফারেল কেনা বন্ধ করুন এবং টাকা
জমাতে থাকুন। যখন আপনার ৩০০টি RRS রয়েছে
তখন আপনার $90 করতে সময় লাগবে মাত্র ২
সপ্তাহ।
শেষ কথা আপনি যদি আপনার সাফল্যের বাপারে
প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে, অবশ্যই
সাফল্য অর্জন করতে পারবেন। Just লেগে থাকুন।

২ মিনিটে কাজ শেষ করার পদ্ধতি :


প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। তারপর View ad ক্লিক করে crl চেপে ধরে প্রতিটি অ্যাড ক্লিক করুন। এতে আপনার ব্রাউজারে আলাদা আলাদা ট্যাবে সবগুলো অ্যাড একত্রে ওপেন হবে। এবার crl ছেড়ে দিয়ে প্রতিটি ট্যাবে গিয়ে পাচ সেকেন্ড করে ধাকুন এবং কনফরমেশন ম্যাসেজ আসলে ক্লোজ করে পরের ট্যাবে যান। এভাবে মাত্র ২ মিনিটে আপনার প্রতিদিনকার কাজ শেষ হয়ে যাবে।

Wednesday, 30 December 2015

ট্রাফিক মুনসুন থেকে আর্ন করুন প্রথম ইন্টারনেট অার্নিং;

★ট্রাফিক মুনসুন কি?

ট্রাফিক মুনসুন একটি P.T.C সাইট। অর্থাৎ, লিংক ক্লিক করে এখান থেকে ইনকাম করা যায়। সহজে বললে বলতে হয় ; আপনাকে প্রিতিদিন কিছু ওয়েব লিংক দেওয়া হবে, আপনি সেই সকল লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।

★P.T.C সাইট থেকে কি আসলেই ইনকাম সম্ভব? এতে ঐ কম্পানির লাভ কি?


আমি নিজেও বহু P.T.C সাইটে কাজ করেছি কিন্তু পেমেন্ট পাইনি। একসময় বিশ্বাস করতে আরম্ভ করলাম এসব ভুয়া। বিরক্ত হয়ে কাজ বন্ধ করে দেই। কিন্তু আমার একটি ওয়েব সাইট আছে তাই আমার ওয়েব সাইটে ভিজিটর বাড়াতে আমি ট্রাফিক মুনসুনে ঢুকি, ইনকামের উদ্দেশ্যে নয়। কিন্তু এদের ম্যানুয়েল পড়ে ইন্টারেস্টেড হলাম। চিন্তা করলাম ওয়েব সাইটে ভিজিটরের পাশাপাশি যদি কিছু টাকাও আসে তাহলে তো দারুন হয়। আরো যেহেতু কোন ইনভেস্টমেন্ট নাই তাই রিস্ক ফ্রী। যাহোক এভাবে কাজ আরম্ভ করলাম। এবং আশ্চর্যের ব্যাপার হল এই প্রথম আমি পেমেন্ট তুলতে সফল হলাম। এবং এখন নিয়মিত তুলি। পেমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবেনা যদি আপনি আমার রেফারেলে কাজ করেন তবে আপনার পেমেন্টের গ্যারান্টি আমি দিচ্ছি। কম্পানি না দিলে আমি আপনার পেমেন্ট দেব। এই ব্লগে আমার ঠকানা, মোবাইল নাম্বার সবই পাবেন।আমি আপনাকে ইনকাম কিভাবে করতে হয় তা দেখাব, শুধু নিয়মমাফিক কাজগুলো করে যান।

আর হ্যা, এতে কম্পানির কি লাভ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। শুধু মাত্র কিছু ওয়েব সাইট ভিজিট করব আর তাতেই কম্পানি টাকা দিবে কেন?
যাদের ওয়েব সাইট সম্পর্কে ধারনা আছে তারা জানেন, গুগল সহ সকল সার্চ ইনজিনে পেজ Ranking বলে একটা ব্যাপার আছে।সাইটে যত ভিজিটর হবে পেজের Rank ও তত বাড়বে। তাই যারা তাদের পেজের Rank বাড়াতে চায়, তারা এই কম্পানির কাছ থেকে ভিজিটর কেনে। আর আপনি আমি লিংক ক্লিক করে সেই ভিজিটরের কাজটিই করি। এথেকে আমাদের পেমেন্ট দিতে কম্পানির আপত্তি থাকবে বেন? মূলত ওটাতো আমাদেরই ইনকাম মাঝখান থেকে কম্পানি ফ্রী কিছু ইনকাম করে নিচ্ছে!

কাজ করার জন্য কি কি প্রয়োজন?


কাজ করার জন্য প্রয়োজন একটি "Firefox" Browser (তা আপনার অ্যানড্রোয়েট মোবাইলই হোক আর আপনার পি.সি ই হোক) এবং নেট কানেকশন।

প্রতিদিন কতক্ষন কাজ করতে হবে?


প্রতিদিন আপনার সাধারনত ৩০ টি ক্যাশ লিংক আসবে। এক একটি লিংক ভিজিট করতে সময় লাগবে ৩০ সেকেন্ড। অর্থাৎ, ৩০ টি লিংক ভিজিট করতে লাগবে ১৫ মিনিট। আর রেফারেলের ইনকাম পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করতে হবে আরও ১০টি লিংক। এগুলো অবশ্য ২০ সেকেন্ড করে। অর্থাৎ, প্রতিদিন সর্বোচ্চ ৩০ মিনিট কাজ করতে হবে। এতবিশাল সুযোগের জন্য প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যয় করাটা অবশ্যই আন্দের ব্যাপার।

★কাজ আরম্ভ করব কিভাবে?


কাজ শুরু করার জন্য প্রথমেই ট্রাফিক মুনসুনে একটি ফ্রী অ্যাকাউন্ট করতে হবে।
অ্যাকাউন্ট করার জন্য Click  করুন।

বিঃদ্রঃ আগে সম্পূর্ণ পোষ্টটি ভালভাবে পড়ে তারপর সাইন আপ করে কাজ শুরু করুন।

★অ্যাকাউন্ট সম্পর্কীত কিছু গুরুত্বপূর্ণ কথা;


একই কম্পিউটার অথবা মোবাইল থেকে একাধিক অ্যাকাউন্ট করার কথা ভুলেও চিন্তা করবেন না। কারন এতে আপনার সব একাউন্টই ব্লক হয়ে যাবে। এমনও হতে পারে আপনার সেই মোবাইল বা কম্পিউটার দিয়ে তখন আর ট্রাফিক মুনসুনে কাজ করতে পরবেন না, যতক্ষন না নতুন করে উইন্ডোজ সেটাপ দিবেন।

আর একটি কথা, আপনি যেথেতু আমার কাছ থেকেই প্রথম ট্রাফিক মুনসুন সম্পর্কে জানতে পারেন তাই আপনার রেফারেল ইনকামটা পাওয়ার অধিকার আমারই। তাছাড়া আমি আগেই বলেছি; আমার সাথে কাজ করলে আপনার পেমেন্টের গ্যারান্টি আমি। তাই আমার রেফারেন্সে কাজ করার জন্য অ্যাকাউন্ট করার সময় রেসপন্সারের জায়গায় আবশ্যই আমার ইউজার নেম Alfastation দিতে ভুলবেন না।

★প্রফাইল এডিট করতে ভুলবেন না;

সবাই সাধারনত যে কাজটি করে তাহল, প্রফাইল এডিট না করে কাজ শুরু করে। কিন্তু ইমেল ভেরিফিকেশনের পর আপনার প্রথম কাজ হচ্ছে একাউন্ট এডিট করা। আপনার পুর্নাঙ্গ অ্যাডড্রেস দিন। আর প্রফাইল পিকচারে অবশ্যই আপনার সাম্প্রতিক তোলা একটি পিকচার আপলোড করুন।
তারপর আপনার ট্রানজেকশন পিন দিয়ে আপডেট করুন। আপনাদের সুবিধার জন্য নিচে একটি স্ক্রীন সট দিলাম, খেয়াল করুন;




★কিভাবে কাজ করবেন?


অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর সাধারনত ২৪ ঘন্টার ভিতর আপনার ক্যাশ লিংক আসবে। না আসা পর্যন্ত অপেক্ষা করুন। কাশ লিংক আসলে ড্যাশ বোর্ডে দেখতে পাবেন। এরম;



স্ক্রীনে দেখানো লিংকে ক্লিক করলে আপনার জন্য দেয়া ক্যাশ লিংকগুলো দেখতে পাবেন। এরকম;



এবার একটি একটি করে সবগুলো লিংক ভিজিট করুন। "claim" লেখার উপর ক্লিক করলে টাইম কাউন্ট শুরু হবে। কাউন্ট ডাউন শেষ হলে সিকিউরিটি চেক আসবে। সেখানে ইমেজে দেয়া সংখ্যা বা লেটার ফাকা ঘরে লিখে "credit click" এ ক্লিক করতে হবে।এরকম;





এবার "Back to account " এ ক্লিক করে আবার পরের ক্যাশ লিংক ক্লিক করতে হবে। নিচে দেখুন;



★রেফারেলদের ইনকাম পেতে করনীয়:-





Monday, 28 December 2015

S.E.O ( search engine Optimaization) এর মূলকথা (সারমর্ম)

আমি ৪থেকে ৫ জায়গায় s.e.o. ট্রেনিং করেছি কিন্তু কিছুই বুঝিনি, হতে পারে আমার মেধার অভাব কিন্তু কয়জন  যে আসলেই বুঝে আমার সন্দেহ আছে।
আমার সাইট রেডি করার পর হন্যে হয়ে খুজছি s.e.o জানা কাউকেই পাইনি। আমার সাইটটি আমি গুগোল সাইটে করেছিলাম। এখন ওয়েব মাস্টার টুলস দ্বারা সাইট ভেরিফিকেশন করানো দরকার এবং গুগোল ইনডেস্কে সাইট এ্যাড করা। অবশেষে জানলাম আমার ডোমেন প্রভাইডার কম্পানি S.E.O করে। আমি তাদের অগ্রিম টাকা দিলাম আমার সাইট ভেরিফাই করানোর জন্য। কয়েকদিন পর তারা জানালো তারা ব্যর্থ, কিন্তু টাকাটা ফেরত দেয়নি। মহাবিরক্ত হলাম।
ইন্টারনেটে বিভিন্ন বই ও ব্লগ পড়ি অবশেষে আমি নিজেই করে ফেললাম আমার সাইটের S.E.O
এখন আমার সাইট গুগোল ভেরিফাইড এবং গুগোলসহ অন্যান্য সার্চ ইনজিনে প্রথমেই আমার সাইট পায়। নিজেই দেখুন; Bagerhat Info.

যাইহোক, এবার তাহলে শুরু করা যাক;

"নিজেই করুন নিজের সাইটের S.E.O"


S.E.O করার আগে জানা দরকার  কেন s.e.o করব? 

সার্চ ইনজিনে (যেমন; গুগোল, ইয়াহু,বিং ইত্যাদি) কোনকিছু লিখে সার্চ করলে হাজার হাজার ওয়েব সাইট পাওয়া যায়, কিন্তু ভিজিটররা সাধারনত প্রথম পেজের সাইটগুলোই ভিজিট করে। কোন সাইট রেডি করার পর s.e.o. না করলে সেই সাইট সার্চ ইনজিনে খুজে পায় না। তাই S.E.O. এর লক্ষ হচ্ছে আপনার সাইট সার্চইনজিনের প্রথম পেজে আনা। এককথায় সাইটকে সার্চইনজিন ফ্রেন্ডলি করা।

মনে রাখবেন, S.E.O. একটি চলমান প্রক্রিয়া। তাই সাইট বানানোর আগেই S.E.O'র কথা মাথায় রাখতে হবে। কারন সাইটের খুটিনাটি ববিষয়ের উপর ভিত্তি করেই সার্চইনজিন যেকোন সাইটকে আগে-পরে প্রদর্শন করে।

প্রথমে চিন্তা করুন আপনার সাইটটি কি সম্পর্কীত হবে? সেই অনুযায়ী ডোমেন নেম কিনুন। এবার চিন্তা করুন, আপনার সাইটে যেসব কন্টেন্ট আছে তা খুজতে মানুষ কি কি কীওয়ার্ড ব্যাবহার করতে পারে, কীওয়ার্ড সার্চ করার জন্য বিভিন্ন ওয়েব সাইট আছে প্রয়োজনে সেসব সাইটের সাহায্য নিতে পারেন। সবচেয়ে ভাল ৫থেকে ১০ টি কীওয়ার্ড পছন্দ বরুন। সাইটের টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে এসব কীওয়ার্ড ব্যবহার করুন। এবার সাইট তৈরি করুন।
এবার গুগোল ওয়েব মাষ্টার টুলস এ গিয়ে "Add site" এ ক্লিক করে আপনার সাইটের Url দিন।

Sunday, 27 December 2015

অনলাইনে ইনকাম করার দিকনির্দেশনা

অনলাইনে ইনকাম বলতে সবাই সধারনত ভাবে, বিনা পরিশ্রমে ইনকাম। কিন্তু আমি বলতে চাই, বিনা পরিশ্রমে আয়ের সর্টকার্ট আমার জানা নাই, তাই যারা একদমই খরচ করত অনিচ্ছুক এবং বিনাপরিশ্রমে যারা ইনকাম করতে চান তারা আমার ব্লগ না পড়াই ভাল, কারন তেমন কোন পথ আমার জানা নেই। আমি বলব একদম পেশাদার মনমানসিকতা না থাকলে ইনকামের চেষ্টা শুধু বৃথাই চেষ্টা হবে। ইনটারনেটে ইনকামকে ছেলে খেলা মনেকরে আধাআধি চেষ্টা করলে কোনদিনই সফল হওয়া সম্ভব নয়।


কাজ করার জন্য কিছু টুলস অবশ্যই আপনার লাগবে।
যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অনলাইনে কাজ করার কথা চিন্তাও করা উচিত না :


  1. মোটামুটি ভাল কনফিগারের একটি কম্পিউটার
  2. নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন
  3. ইংরেজীতে কমিউনিকেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে এবং ইংরেজীর উপর ভাল নলেজ থাকতে হবে
  4. প্রয়োজনে বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে এবং এজন্য কিছু টাকার ব্যাবস্থা থাকতে হবে
  5. কাজ করার জন্য নিরিবিলি আলাদা রুম
  6. এবং সফলতার প্রতি পূর্ন সচেতনতা 
সব জায়গায় সবাই বলে অনলাইলে ইনকাম করতে কোন দক্ষতা লাগে না, কিন্তু আমি বলব আপানার অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে, যতদিন দক্ষ  না হন ততদিন চেষ্টা চািলয়ে যান।মনেরাখবেন, "The more you' ll learn the more you could earn" 

ইন্টারনেটে ইনকামের হাজারো উপায় আছে, আবার স্কাম সাইটেরও অভাব নাই, তাই আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে ইনকাম করতে চান।

ফ্রিল্যান্স করে ইন্টারনেট থেকে ইনকাম করা যায়। কিন্তু পুরো ব্যাপারটা ভালই জটিল প্রক্রিয়া তাই আমি অন্যের কাজ করা থেকে নিজের ব্যাবসা প্রতিষ্ঠা করার পরামর্শ দেব। কারন বাংলাদেশে এখনো অনলাইনে ইনকামের ব্যাবস্থাপনায় অনেক সমস্যা আছে। যেমন,  পেমেন্ট তোলার কথাই চিন্তা করুন। পেপেল,ভিসা কার্ড করা যায় না।  ইত্যাদি।
শুরু করাটাই জরুরী।  আমি এখানে একটি মাত্র উপায় অর্থাৎ, কিভাবে একটি ওয়েব সাইট করে তার থেকে ইনকাম করা যায় তা আলোচনা করব;


ওয়েব সাইট: আমরা যারা S.E.O ( Search Engine Optimaization) ট্রেনিং করেছি বা ইন্টারনেট থেকে এ সম্পর্কীত বই খুজে পরেছি, সেখানে সহজ বিসয়গুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য কঠিন ভাবে উপস্থাপন করার ফলে
সফলতার হার খুব কম। এখানে আমি শুধু সহজেই  বর্ননা করবনা বরং আমি কিভাবে সাইট বানিয়ে ইনকাম করছি, তার পূর্ন বিবরন দেব।




Saturday, 19 December 2015

বাগেরহাট ইনফো

বাগেরহাট ইনফো একটি রেজিস্টারড লোকাল কমিউনিটি। অনেকেই এটাকে শুধুমাত্র একটি ওয়েব সাইট ভেবে ভুল করে। আমাদের একটি ওয়েব সাইট আছে, একথা সত্যি কিন্তু বাগেরহাট ইনফো বাগেরহাটবাসীদের জন্য একটি লোকাল কমিউনিটি।


ফেসবুকের এই যুগে আশা করি কাউকে লোকাল কমিউনিটি কি? তা বুঝাতে হবে না। তবে উইকিপিডিয়া অনুসারে; A local community is a group of interacting people sharing an environment. In human communities, intent, belief, resources, preferences, needs, risks, and a number of other conditions may be present and common, affecting the identity of the participants and their degree of cohesiveness. সহজ বাংলায় "নির্দিষ্ট জন সমষ্টি যারা একে অপরের সাথে তাদের চিন্তা-চেতনা শেয়ার করতে ইচ্ছুক।"

লক্ষ ও উদ্দেশ্য:- শুধুমাত্র বাগেরহাটবাসীদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের কমিউনিটি গড়ে তোলা



আমাদের ওয়েব অ্যাড্রেস : www.bagerhat.info


ওয়েব সাইটের বর্ননা : ইন্টারনেটে সবকিছুই আছে প্রয়োজন শুধু খুজে নেয়ার। বিসাল এই তথ্য ভান্ডার থেকে প্রয়োজনীয় জিনিসটি খুজে পাওয়া আরেক ঝামেলা। তাছাড়া যাও পাওয়া যায় তা অত্যন্ত কঠিন আঙ্গিকে থাকে তাই বুঝতে একটু সমস্যা হতেই পারে। তাই বাগেরহাটবাসী ভাইদের জন্য এমন একটি সাইট করার ইচ্ছা যেখানে তারা তাদের প্রয়োজনীয় সবকিছুই সহজ আঙ্গিকে পাবে।এই সাইটের কনটেন্ট বাছাইয়ের ক্ষেত্রে বাগেরহাটবাসীদের চিন্তা-চেতনা ও চাহিদার কথা মাথায় রাখা হয়েছে।

মুলত এই সাইটে আছে বাগেরহাট সম্পর্কীত যাবতীয় তথ্য (যেমন এর ইতিহাস, মানচিত্র, দর্শনীয় স্থান ইত্যাদি) 
পাশাপাশি প্রয়োজনীয় সকল প্রকার ডাউনলোড পাবেন এখানে। এখান থেকে কোনকিছু ডাউনলোড করতে অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই, তাই অতিসহজে এক ক্লিকেই সরাসরি ডাউনলোড করতে পারবেন।
যেখানে যা পাবেনঃ
লাইব্রেরী:সকল প্রকার বংলা বই এখানে পাবেন। বইগুলো পিডিএফ   ফাইলে আছে তাই আপনার পিসি কিংবা ফোনে সহজেই পড়তে পারবেন। শুধু  পছন্দ করুন  আর ডাউনলোড করে পরতে থাকুন
গ্যালারী:এই সেকশনে পাবেন সকল প্রকার এমপি থ্রি, মুভি ইত্যাদি।

এসকল গেল কিছু প্রয়োজনীয় বিষয়। কিন্তু আমাদের প্রধান অংশ হচ্ছে আমাদের কমিউনিটি। আমাদের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বাগেরহাটবাসীকে এই কমিউনিটির অন্তর্ভুক্ত করা। শুধুমাত্র বাগেরহাটবাসী ভাইদের নিয়ে এমন একটি কমিউনিটি করব যেখানে যুক্ত থাকা মানে বাগেরহাটের সাথে যুক্ত থাকা। তাই সকল বাগেরহাটবাসী ভাইদের অনুরোধ করব আমাদের কমিউনিটিতে সাইন আপ করে আমাদের সাথে অংশীদার হোন।

আমাদের সাইটটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই আপনার কোন আইডিয়া বা প্রয়োজনের কথা আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল : support@bagerhat.info

বাংলা ব্লগিং এর দুনিয়ায় স্বাগতম

ইন্টারনেটের কারনে আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজস্ব ভাষা। কিন্তু ১৯৫২ থেকে এই পর্যন্ত বহু বাঙ্গালি শুধুমাত্র এই ভাষার জন্য জীবন দিয়েছেন। বরং ইন্টারনেট আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ পৃথিবীবাসীর কাছে আমাদের ভাষা তুলে ধরার। তার জন্য প্রয়োজন শুধু মাত্র সৎ ইচ্ছার।
আমাদের দেশের অনেক সোনার ছেলের কর্মকান্ডই বিশ্ব নন্দীত হয়েছে ইন্টারনেটে। কিন্তু তাদের কর্মকান্ডগুলো বাংলায় হলে আমরা আরো বেশি গর্ববোধ করতাম। এই সকল গুনী বাঙালি  ভাইয়েরা একটু সচেষ্ট হলেই সম্ভব আমাদের ভাষা সর্বত্র  পৌছে দেয়া।

লক্ষ ও উদ্দেশ্য:- ইন্টারনেটে বাংলা ভাষা ছড়িয়ে দেয়াই এই ব্লগের লক্ষ

ফ্রিল্যান্স সহ ইন্টারনেটের বিভিন্ন বিষয় বাংলায় সহজে তুলে ধরার চেষ্টা করব এখানে।

এই ব্লগের পোষ্টগুলো আমার মত করে লিখব, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন।Like us on Facebook